সামনেই পুজো। আর পুজো মানেই সাজগোজ। এই সময়টা সকলেই চান নিজেকে একটু অন্যরকম লাগুক। পুজোর ভিড়ে সবার চোখ যদি আপনার দিকেই রাখতে হয় তবে কিন্তু জামাকাপড় সঙ্গে সঙ্গে নখ, চুল , চোখ সবই সাজিয়ে তুলতে হবে। কিন্তু পার্লারে যাওয়া মানেই হাজার হাজার টাকা ওড়ানো।
প্রথমেই একটি বিউটি ব্লেন্ডারে একটি সেলোটেপ মুড়িয়ে নিন। এবারে তার উপর নেলপলিশ দিয়ে নখের উপরের অংশ চেপে দিন। একদম সমান করে নেলপলিশ পরা যাবে।