এই মুহূর্তে ফ্যাশনে বেজায় ইন জুতো, শু, বা স্নিকার্স। কিন্তু জুতো পরতে ভাল লাগলেও, জুতোর ফিতে বাঁধাটা ভীষণ ঝক্কির কাজ। অনেকে তো বাঁধতেও পারে না, সেক্ষেত্রে ভরসা করে থাকতে হয় অন্য কারও উপর৷
ক্রিশক্রশ করে জুতোয় ফিতে পরানোও বেশ কঠিন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জুতোর ফিতে বাঁধার একটি সোজা হ্যাক। সেক্ষেত্রে জুতোর ফিতের দুই দিক দুটো ছেদে পরিয়ে, সোজা নীচ অবধি রিপিট করতে হবে। যেকোনও জুতোর ক্ষেত্রেই খুব সহজে এই পদ্ধতিতে জুতোর ফিতে পরাতে পারবেন, এবং এটা দেখতেও অনেক বেশি চনমনে লাগে।