বর্ষাকালে চুল, ত্বকের পাশাপাশি পায়েরও অতিরিক্ত যত্ন প্রয়োজন। কারণ এই সময়ে বৃষ্টির জমা জল, নোংরা আবর্জনা পায়ে লাগে। যার জেরে আমাদের পায়ে বাসা বাঁধতে পারে বিবিন্ন ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস। এর থেকে মুক্তি পেতে মাথায় রাখুন কয়েকটি ঘরোয়া টোটকা।
বর্ষাকালে পা সব সময় শুকনো রাখুন। ভেজা জুতো পরবেন না। পা ভেজা থাকলে বিভিন্ন রকম দুর্গন্ধ এবং ফানগাল ইনফেকশন হওয়ার সম্ভবনা থাকে।
এই সময়ে কখনই খালি পায়ে ঘুরবেন না। পা খালি থাকার কারণে আর্দ্রতার কারণে চর্মরোগ হওয়ার সম্ভবনা থাকে।
ভাল করে পা ধোবেন। প্রয়োজনে বাইরে থেকে ফিরে ঈষদুষ্ণ জলে অ্যান্টিসেপটিক দিয়ে মিনিট দশেক পা ভিজিয়ে রাখবেন।
আরও পড়ুন - টোল ট্যাক্স দিয়ে রশিদ ফেলে দেন? জেনে নিন এই রশিদ আপনাকে বিনামূল্যে কী কী পরিষেবা দেবে
পায়ের আর্দ্রতা বজায় রাখতে ভাল ফুট ক্রিম ব্যবহার করুন। স্নান করে এবং রাতে শোওয়ার সময় শুকনো পায়ে ক্রিমটি ব্যবহার করুন।
বর্ষাকালে চামড়ার জুতো না ব্যবহার করে ফ্লিপ-ফ্লপ, স্লিপার্স, রবার বুটস, স্যান্ডেলের মতো বর্ষাকালের জুতো ব্যবহার করুন এতে পা ভাল থাকে।