পুজোর (Durga Puja 2023) বাকি মাত্র কটা দিন , অথচ কপালে ছুটি জুটছে না? কিংবা সপ্তাহান্তেও বাড়ির একগুচ্ছ কাজের চাপ সামলে শপিং-এ যাওয়ার সময় হয়ে উঠছে না? মুশকিল আসান হতে পারে অনলাইন বিভিন্ন শপিং গ্রুপ (Online Shopping Group)।
World Heart Day 2023: 'হৃদয়ের কথা বলিতে ব্যাকুল', হার্ট ভাল রাখার মহৌষধ কী? জানেন?
হাতের মুঠোয় শুধু কলকাতা কেন সারা দেশের বিভিন্ন সেলারদের থেকে কেনার সুযোগ পাবেন আপনার পছন্দের সামগ্রী। বিক্রেতা এবং ক্রেতারা বাড়িতেই বসেই এইসমস্ত প্ল্যাটফর্মের মাধ্যমে চুটিয়ে অনলাইন কেনাকাটার সুযোগ পাচ্ছেন। বুটিক , থেকে হ্যান্ডমেড বিভিন্ন জিনিসের কদর করতে পারছেন গোটা দেশের মানুষ।
এক্ষত্রে বেশিরভাগ সেলাররা সোস্যাল মিডিয়ায় নির্দিষ্ট সময়ের লাইভ করে থাকেন, যেখানে তাঁরা প্রোডাক্টের ডিজাইন সাইজ থেকে শুরু করে ডিটেলস বর্ণনা দিয়ে থাকেন। পছন্দের জিনিসের স্ক্রিনশট নিয়ে হোয়াটস্যাপ পাঠালেই ঘরে বসে শপিং ডান।