সামনেই রাখি। আর রাখির দিনে কী পরবেন ভাবছেন? আজ দেখে নেওয়া যাক এই বিশেষ দিনে কোন পোশাক (Rakhi Special Clothing Idea) পরলে ট্রেন্ডি লাগবে আপনাকে।
শাড়ি
বাঙালির উৎসবে শাড়ির গুরুত্ব অপরিসীম। যে কোনও উৎসবেই বাঙালিদের প্রথম পছন্দ শাড়ি। রাখির এই বিশেষ বিশেষ দিনের জন্য বেছে নিতে পারেন হালকা শিফন শাড়ি, তাঁতের শাড়ি কিংবা ট্রেন্ডি হ্যান্ডলুমের হালকা ধরনের শাড়ি।
শাররা
রাখির এই বিশেষ দিনে আপনি সেজে উঠতে পারেন শাররায়। এক্ষেত্রে আপনি শারারার সঙ্গে ক্রপ টপ, চোলি বা ডিজাইনার কুর্তি পরে একটু ফিউশন লুক আনতে পারেন।
রঙিন এমব্রয়ডারি
উৎসবের দিনে অনেকেই সাদা পোশাক পরতে পছন্দ করেন। তবে এবার শুধু সাদা নয়। সাদা, অফ-হোয়াইট বেস বা রঙিন বেসের মধ্যে বিভিন্ন রঙের এমব্রয়ডারি ছোঁয়া থাকবে এমন পোশাকও বেছে নিতে পারেন।
আরও পড়ুন - শহরের কাছেই একদিনের ট্যুর, রাখি পালন করুন সবুজের কোলে, রইল তিন ঠিকানার খোঁজ
লেহেঙ্গা চোলিস
নীল, সবুজ, পীচ, প্যাস্টেল গোলাপী যে কোনও সফ্ট রঙের লেহেঙ্গাও আপনি বেছে নিতে পারেন রাখির এই বিশেষ দিনের জন্য।
একরঙা কুর্তা সেট
খুব সাধারণ অথচ ফ্যাশনবেল লুক পছন্দ হলে আপনার তালিকায় থাকুক একরঙা কুর্তা সেট এর সঙ্গে একটু বড় কানের দুল বা ঝুমকা পরে নিলেই তৈরি আপনার রাখি স্পেশাল লুক।