শীত মানেই রুক্ষতার দিন তার সঙ্গে চুল পড়া খুশকির সমস্যা তো আছেই। শ্রদ্ধা মোহন পাটিল, নামের একজন বিউটি ইনফ্লুয়েন্সার সম্প্রতি একটি দুর্দান্ত DIY শেয়ার করেছেন।
চালের জল, এবং মেথির হেয়ার মাস্ক এই শীতেও আপনাকে দিতে পারে স্বাস্থ্যকর চুল।
2 টেবিল চামচ চাল এবং 1 টেবিল চামচ মেথির বীজ মিশিয়ে সারারাত ভিজিয়ে রাখুন। সকালে ওই জল ছেঁকে নিন ওই জলেই গুলে নিন আপনার পছন্দের শ্যাম্পু। এবার এই হেয়ার মাস্ক দিয়ে চুল ধুয়ে ফেলুন।
এই সহজ হেয়ার মাস্কটি আপনার চুলকে ভালোভাবে পুষ্ট করতে, মাথার ত্বক পরিষ্কার করতে এবং চুলের বৃদ্ধিতে সহায়তা করবে। মেথি বীজ এবং চাল উভয়ই চুলের বৃদ্ধিকে উদ্দীপিত করে, দীর্ঘ এবং স্বাস্থ্যকর করে তোলে ,চুল পড়া রোধ করে।