কাজের সময় প্রায়শই অমনোযোগী হয়ে জামা কাপড়ে চা, কফি পড়ে যায় অনেকের। সেক্ষেত্রে যদি আপনার জামা সাদা রঙের হয়ে থাকে তাহলে তো বেশ কিছুটা অস্বস্তির মধ্যে পড়তে হয়। এই অবস্থায় করণীয় কী? রইল কয়েকটি সহজ হ্যাকের হদিশ।
১. জামার দাগের উপর সাদা ভিনিগার কিংবা লেবুর রস দিয়ে মিনিট দশেক রেখে দিন। এরপর সাধারণ ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললেই দাগ উঠে যাবে।
২. জামার দাগের অংশে সামান্য পরিমাণ টুথপেস্ট দিয়ে মিনিট ১৫ রেখে দিন। এরপর ভাল করে ধুয়ে নিলেই দাগ উঠে যাবে।
৩. দাগ তুলতে জামার ওই দাগের অংশে গরম জল ঢালুন। এবার জায়গাটা ভাল করে ঘষে নিন দাগ উঠে যাবে।
আরও পড়ুন - শুকনো না ভিজিয়ে, আমন্ড বাদাম কীভাবে খেলে বেশি উপকার?
৪.জামা কাপড়ে লেগে থাকা চা, কফির দাগের উপরে ১ চামচ বেকিং সোডা দিয়ে ঘষে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে দাগ গায়েব হয়ে যাবে।