শীতকাল মানেই রুক্ষ-শুষ্ক ত্বক। আর শীতকাল মানে কিন্তু বারেবারেই চা-কফিতেও চুমুক। জানেন কী চা শুধু শরীরেই এনার্জি জোগায় না, রূপরুটিনে চা থাকলে, ত্বকও থাকবে সতেজ।
লিকার চায়ে অ্যান্টি এজিং-এর গুণ রয়েছে। আর গ্রিন টি-তে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও রোজ টি, ল্যাভেন্ডার টি, হিবিস্কাস টি ত্বকের জন্য বেজায় উপকারি।
ঈষৎউষ্ণ গরম জলে একটি টিব্যাগ ফেলে ওই জলে মুখ ধুয়ে ফেলুন। আর হালকা গরম অবস্থায় টিব্যাগ দিয়ে চোখের উপর সেঁক দিন, ফোলাভাব কমবে।
ক্লিনজার দিয়ে ভাল করে মুখ পরিষ্কার করে, কড়া করে চা ফুটিয়ে নিন। তুলোর সাহায্যে থুপে থুপে সারা মুখে লাগান। চায়ে থাকা পলিফেনল ত্বকের প্রদাহ কমায়।