বিয়ের ভরা মরসুম । অনেকরই হয়তো সামনে বিয়ে । কেনাকাটাও জোরকদমে শুরু হয়েছে । বিয়ে মানেই যে শুধু বেনারসি, তা তো নয়, একেক অনুষ্ঠানে একএকরকম শাড়ির চল । বিয়ের দিন সকালে একরকম, আবার গায়ে হলুদের জন্য আরেকরকম । সেক্ষেত্রে বিয়ের অনুষ্ঠানগুলিতে কেমন শাড়ি পরবেন, কী ট্রেন্ড করছে, তারই খোঁজ দিচ্ছে এডিটরজি বাংলা । আজকের প্রতিবেদনে থাকছে গায়ে হলুদের শাড়ি কেমন পরবেন, তার টিপস । গায়ে হলুদের জন্য় কোন কোন শাড়ি বা পোশাক এখন ট্রেন্ড করছে দেখে নেওয়া যাক...
জামদানি
গায়ে হলুদ মানেই শাড়িতে থাকতে হবে হলুদের ছোঁয়া । একটু যদি সাবেকি সাজ চান, তাহলে এদিন হলুদ জামদানিতেও সাজতে পারেন । তবে সেল্ফ জামদানির থেকে সবুজ, লাল সুতো দিয়ে কাজ করা হলুদ জামদানি পরতেই চেষ্টা করবেন ।
সিল্ক
তাঁত, জামদানি ছেড়ে এখন অনেকেই সিল্কের দিকে ঝুঁকছেন । আপনিও যদি সিল্ক পছন্দ করেন, তাহলে গায়ে হলুদের জন্য সিল্কের হলুদ অথবা হলুদ-লালের কম্বিনেশনের শাড়ি কিনতে পারেন
সুতির হ্যান্ডলুম
এপ্রিল অর্থাৎ খুব গরমে যাদের বিয়ে, তাঁরা বিশেষ দিনের জন্য হালকা সুতির হ্যান্ডলুম বেছে নিতে পারেন ।
তাঁতের শাড়ি
গায়ের হলুদের সময় হলুদ তাঁতের শাড়ি পরার চল বহু পুরনো । সাবেকিয়ানা যাঁরা পছন্দ করেন, তাঁকে, হলুদ ও লাল পাড়ের হ্যান্ডলুম গায়ে হলুদের জন্য বেছে নিতে পারেন ।
অরগ্যাঞ্জা
গায়ে হলুদের সাজে আধুনিক ছোঁয়া রাখতে পারেন । তার জন্য বেছে নিন অরগ্যাঞ্জা শাড়ি । ফ্লোরাল অথবা এমব্রয়ডারি অরগ্যাঞ্জাও পরতে পারেন ।
লেহঙ্গা
গায়ের হলুদের দিন শাড়ি না পরে লেহঙ্গাও পরতে পারেন । বেছে নিতে পারেন হলুদ-লাল বা হলুদ-রানির কম্বনেশনের কোনও রং । চিরাচরিত প্রথা থেকে বেরিয়ে অনেকেই এখন এই ছকভাঙা ট্রেন্ডে গা ভাসাচ্ছেন ।