আমাদের একেক জনের দেহের গঠন একেক রকম। তেমনই আমাদের প্রত্যেকের দেহের গঠনে কিছু না কিছু প্লাস পয়েন্ট থাকেই। ফ্যাশনের কাজ হল প্লাস পয়েন্ট গুলোকে আরও বেশি করে হাইলাইট করা।
নিজের দেহের গঠন বুঝে যদি পোশাক বাছতে পারেন, তাহলে আপনি নজর কাড়বেনই। সেরকমই কিছু টিপস দিলেন দীপ্তি যোশী। জেনে নেওয়া যাক শরীরের কোন গঠনে কোন পোশাক বাছবেন।
ত্রিভুজ আকৃতির দেহ (Triangular body type)
দেহের ওপরের ভাগ সরু, আর তলার দিক চওড়া হলে আপনাকে বেছে নিতে হবে এমন পোশাক, যাতে ওপরের অংশ বেশি হাইলাইটেড হয়। কারুকাজ করা পোশাক পরলে ওপরের দিকে কাজ আছে, তলার দিক প্লেইন, এরকম পোশাক বাছুন। হাফ স্লিভ, প্যাডেড স্লিভ ব্যবহার করতে পারেন। স্কার্ট পরলে, প্লেইন অথবা ফ্লেয়ার্ড পরুন।
উল্টোনো ত্রিভুজ আকৃতি (Inverse Triangular Body)
দেহের গঠন ঠিক উলটো অর্থাৎ ওপরের ভাগ চওড়া এবং নিচের অংশ সরু হলে, নীচের অংশ বেশি হাইলাইট করতে হবে। টপে খুব বেশি কারুকাজ না থাকাই ভাল। শাড়ি পরলে পাড়ে আর আঁচলে কাজ করা থাকলে ভাল। স্কার্ট, প্যান্ট ফ্লেয়ার্ড পরতে পারেন।
বালি ঘড়ির আকৃতি (Hour glass shape)
এ ক্ষেত্রে কোমড়ের কাছটা সরু হয়। ওপর এবং নিচের ভাগ তুলনামূলক চওড়া হয়। সেক্ষেত্রে কোমড়ে মোটা বেল্ট পরতে পারেন। শাড়ি পরতে চাইলে সারা গায়ে কাজ করা শাড়িও পরতে পারেন দুবার চিন্তা না করে।
দেহের গঠন গোল হলে (Round shaped body)
যাদের দেহের গঠন গোল, তাঁরা চেষ্টা করুন, একরঙা জামা পরে কন্ট্রাস্ট প্যান্ট, ওড়না বা স্টোল ব্যবহার করতে। বেল্ট পরবেন না। আর সেমি ফিটেট পোশাক পড়ুন। গাঢ় রঙের পোশাক পড়তে পারেন।
তবে , মনে রাখবেন, কথায় বলে ফ্যাশন স্টেটমেন্ট।অন্যের পরামর্শ মাথায় রাখুন, কিন্তু শেষ কথা বলুক আপনার আত্মবিশ্বাস। আপনার হয়ে কিন্তু পোশাক কথা বলে না, বরং পোশাকে জড়ানো ওই আপনিটাই বলেন। যাই পরুন, ভালোবেসে পরুন। আয়নার চেয়েও বেশি বিশ্বাস করুন নিজেকে