ভারতীয় শিশু, কিশোর এবং মহিলাদের মধ্যে স্থূলতার সমস্যা বাড়ছে। এই তথ্য উদ্বেগ বাড়াচ্ছে কেন্দ্রের। অতিরিক্ত সুগার, ফ্যাট, সল্ট রয়েছে, এমন খাবারের ওপর জিএসটি বাড়ানোর কথা ভাবছে নিতি আয়োগ।
দেশের জনসংখ্যার ওবেসিটির সমস্যা কমাতে অতিরিক্ত চিনি, লবণ রয়েছে, এমন খাবারের জন্য দিতে হতে পারে বেশি পণ্য ও পরিষেবা কর। বর্তমানে ব্র্যান্ডেড নয়, এমন নোনতা, ভুজিয়া, চিপসের জন্য ৫ % জেএসটি দিতে হয়। ব্র্যান্ডেড খাবার হলে, জিএসটি-র পরিমাণ ১২ %।
তামাকজাত দ্রব্যে আমাদের দেশে জিএসটি -র পরিমাণ ২৮ %।