গোটা দেশের ভার তাঁর কাঁধে। বিদেশে আসা যাওয়াও লেগেই থাকে তাঁর। নিশ্চিত বুঝতে বাকি নেই কথা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)। ৭২ বছর বয়সেও একেবারে চনমনে তিনি। খাবারের ক্ষেত্রে মোদীজির পছন্দ কী কী?
দেশ বিদেশে পাড়ি দিলেও প্রধানমন্ত্রীর পছন্দ কিন্তু দেশি খাবারই। তাঁর ছিমছাম খাবারের তালিকায় রয়েছে গাজরের হালুয়া, রায়তা, বিভিন্ন ধরনের চাটনি, পাঁচমেশালি তরকারি, স্যালাড। পুষ্টির দিক মাথায় রেখেই খাওয়া দাওয়া করেন মোদীজি। নিয়মিত করেন যোগাসনও। ব্রেকফাস্টে রাওয়া মশলা ধোসা, সঙ্গে পছন্দসই বাহারি চাটনি, সম্বর খান তিনি, চাপাটি পরোটাও চলে কোনও কোনও সময়৷ আর সান্ধ্যখাবারে মন্ত্রীমশাইয়ের রাজমার স্যালাড, ফাইবার দই বড়া, মিলেটের তৈরি পাপড়ি চাট, ইডলি।