বাঁচার মতো বাঁচতে জানলে জীবনের প্রতিটা দিন রঙিন...কিন্তু কিছু কিছু দিন যেন আরও একটু বেশি। আর সেই একটু বেশি রং লাগা দিনগুলোর জন্য তোলা থাকে বিশেষ সাজ। এই যেমন বর্ষবরণের রাত বা নতুন বছরের প্রথম দুপুর-সন্ধে। সেই সব দিনগুওলোতে কোন পোশাক বাছবেন? টিপস দিচ্ছে এডিটরজি বাংলা।
লাল
লাল নিজেই একটা স্টেটমেন্ট। শাড়ি হোক, বা শর্ট ড্রেস, লাল মানেই উদযাপন, পোশাকের সঙ্গে মানানসই গয়না, আর চুল বাঁধলেই পারফেক্ট সাজ। সাবেকি সাজ বা পার্টি লুক, লাল রং কিন্তু শেষ কথা।
কালো
কালো, শুনলে দূর ছাই করার দিন গিয়েছে, পার্টি মুডে সবচেয়ে বেশি গর্জাস লাগে কালোই। শীতের শহরের রাস্তাঘাট থেকে ডান্স ফ্লোর, কালো সবেতেই আলো। সঙ্গে চোখের মেকআপ একটু স্মোকি করলে তো কথাই নেই। মনের মানুষ চোখ সরাতে পারলে হয়!
pathaan: দীপিকার গেরুয়া বিকিনি বিতর্কের জের, সেন্সর বোর্ডে ধাক্কা খেল শাহরুখের 'পাঠান'
সাদা
সাদা মানে কিন্তু হালকা-ম্যাড়ম্যাড়ে, এসব ভাবার দিন গেছে, শুধু শেডের রকম ফেরে কখনও স্নিগ্ধ লাগায়, কখনও আবার মোহময়ী করে তোলে সাদা। রুপোলি ড্রেস-শাড়ি, বা সাদার মধ্যে অন্য রঙের ছিটে ফোটা থাকলেও উৎসবের মেজাজটা ধরে রাখতে দারুণ সাহায্য করে, সঙ্গে একটু মুক্তোর গয়না পরলে তো হোয়াইট রেভলিউশন।
তবে, সাজের শেষ কথা কিন্তু পোশাকের রং নয়, মনের রং। যে কোনও উদযাপনেই আরও রঙিন হোক মন।