কাশ শিউলি ছাড়া যেমন বাংলায় পুজো আসে না, তেমনই জবরদস্ত একটা প্রি ওয়েডিং শুট (PreWedding Shoot) না হলে বিয়েটাকে কেমন যেন বিয়ে বিয়ে মনেই হয় না আজকার। শুধু তারকা নয়, একেবারে মধ্যবিত্ত বাঙালির জীবনের সঙ্গেও জড়িয়ে গেছে আরও এক উদযাপন। কলকাতার কাছে পিঠে তেমনই কয়েকটা প্রি ওয়েডিং শুটের ঠিকানা জানাল এডিটরজি বাংলা
বড়তির বিল
বারাসাত থেকে একটু দূরে। বিল ভর্তি শালুক-পদ্মের বাহার। দেখে মনেই হয়না কলকাতার কাছাকাছি আছেন। ছোট্ট এক ডিঙ্গি নৌকোয় ভেসে হবু বর-কনে ভেসে যান এক স্বপ্নের দেশে।
Raj chakraborty-Mimi: রাজের ছেলে ইউভানকে আদর করছেন মিমি চক্রবর্তী, ক্যামেরাবন্দি হল সেই মুহূর্ত
চন্দননগর
কলকাতার খুব কাছেই হুগলীর তীরে ফরাসি উপনিবেশ। কখনও গঙ্গার ঘাট, কখনও বা পুরনো গির্জার সামনে, ডুপ্লের বাংলোকে পেছনে রেখে ছবি তুলুন যুগলে।
বাড়ি কোঠি, মুর্শিদাবাদ
বিয়ের বাজেট অনেকটা মোটা হলে মুর্শিদাবাদের আজিমগঞ্জের এক হেরিটেজ হোটেল বাড়ি কোঠিতেও যেতে পারেন, বিলাসবহুল রাজকীয় ফটোশুট হবে, সন্দেহ নেই।