ভাই বোনের মতো পবিত্র সুন্দর সম্পর্ক বোধ হয় আর কিছুই হয় না। কার্তিক মাসের শুক্লপক্ষ তিথিতে ভাইয়ের মঙ্গলকামনায় ফোঁটা দেয় দিদি বা বোন। 'যমের দুয়ারে পড়ল কাটা' বলে ভাইয়ের দীর্ঘায়ু, সুস্বাস্থ্যর জন্য প্রার্থনা করে বোনেরা। এবছর ভাতৃদ্বিতীয়া ২ দিন। বুধ এবং বৃহস্পতিবার। ভাইফোঁটার দিন মানেই বাড়িতে বিশাল খাওয়া দাওয়ার তোরজোর। ভাইকে পাত পেড়ে বসিয়ে ভালোমন্দ খাওয়াতে না পারলে যেন প্রত্যেক দিদিরই দিনটাই বৃথা। কিন্তু বাজারে আগুন দাম সব কিছুর তার উপর ঠকে গেলে কিন্তু মুশকিল। তাই বাজারে যাওয়ার আগে দাম সম্পর্কে একটা ধারণা নিয়ে যান।
আরও পড়ুন: Abir Chatterjee Dengue : ডেঙ্গু আক্রান্ত আবীর চট্টোপাধ্যায়, কেমন আছেন দর্শকদের প্রিয় সোনা দা?
ভাইফোঁটায় মাছের বাজারে ভীড় যে জমবে তা বলাই বাহুল্য। ভাইয়ের পাতে ইলিশ পাবদা একসঙ্গেই দিতে পারেন। কারণ মাছের বাজারে এই ইলিশ পাবদার ছড়াছড়ি। সেক্ষেত্রে এক কেজি ওজনের ইলিশ বিকোচ্ছে ১২০০ থেকে দেড় হাজার টাকা, দেড় কেজির দাম প্রায় ১৮০০ টাকা।
ভেটকির দাম কেজি প্রতি ৫০০-সাড়ে ৫০০, পাবদাও ৫০০-৬০০ প্রতি কিলো, তোপসের দাম ৭০০, বাগদা চিংড়ির দাম ৮০০ টাকা কেজি। আর একটু কমে মেনু জমাতে চাইলে নিতে পারেন ৪০০ টাকা কেজি পারশে, এছাড়াও রুই কাতলা আগের দামেই পাওয়া যাচ্ছে।