বাঙালির গরম ভাতের সঙ্গে ঘি না হলে ঠিক চলে না। কিন্তু শুধুমাত্র খাওয়াদাওয়া নয়। ত্বকের স্বাস্থ্যের জন্যও ঘিয়ের জুড়ি মেলা ভার। আজ রইল ঘি দিয়ে ত্বকে উজ্জ্বলতা ফেরানোর কয়েকটি টিপস।
১.চোখের চারপাশে ক্লক এবং অ্যান্টিক্লক ওয়াইস ভাবে ঘি মালিশ করলে ডার্ক সার্কেল দূর হয়।
২.ত্বকের কোথাও কেটে গেলে সেখানে ঘি লাগালে সহজেই ক্ষত সেরে যায়।
৩. রুক্ষ এবং শুষ্ক ঠোঁটের জেল্লা ফিরিয়ে আনতে ঘিয়ের জুড়ি মেলা ভার।
৪. মুখে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে বেসনের সঙ্গে ঘি এবং দুধ মিশিয়ে মাখলেই ফল পাবেন হাতেনাতে।
আরও পড়ুন - শুধু খেলেই হবে না, স্ক্রাব থেকে ফেসপ্যাক সবেতেই রাখুন খেজুর
৫. ব্রণ তাড়াতে এক চামচ ঘি নিয়ে মুখে ভাল করে মালিশ করে ভিজে তোয়ালে দিয়ে মুখ মুছে ফেলুন।