সময় বড় অদ্ভুত জিনিস! ভালো খারাপের সংজ্ঞা বদলে দিতে পারে আমূল। এই যেমন, আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দিল বিগত দু'দশকে! আজ, ১৮ ফেব্রুয়ারি ফ্লার্ট ডে (Flirt Day)। হ্যাঁ ফ্লার্ট, মানে একটা হালকা প্রেম প্রেম ভাব আর কী? গত শতকের নয়ের দশকে যুবক যুবতী তরুণ তরুণীদের এই স্বভাব নিয়ে বিচারসভা বসত পাড়ায় পাড়ায়। আজ দেখুন, সকলেই বলছে, সংযত ভাবে ফ্লার্ট করা নাকি অস্বাভাবিক নয়, বরং উভয়ের জন্য স্বাস্থ্যকর! ভাবুন একবার!
তবে কিনা, আপনি কোনও মানুষের সঙ্গে সম্পর্কে রইলেন, তার মানে তো জেলযাপন নয়, তাই না? হালকা ভালোলাগাকে খানিক প্রশ্রয় দিলে ক্ষতি কী? আজকাল মনোবিদরা বলছেন আপনার এবং আপনার সঙ্গীর জন্যেও নাকি তা ভালোই। দীর্ঘ প্রেমের সম্পর্কের একঘেয়েমি কাটিয়ে দেয় ক্ষণিকের ভালো লাগা, অল্প চোখ চাওয়া চাওয়ি। তবে কিনা, যে কোনও সম্পর্ক, অনুভূতিকে বাঁচিয়ে রাখতে যেটা দরকার, তা হল স্বচ্ছতা। আপনার কোনও আচরণ যেন অন্যদিকের মানুষটিকে আঘাত না করে, সেটুকু খেয়াল রাখলেই চলবে।