অল্প সময় খেটে কী করে সবচেয়ে ভাল ফল পাওয়া যায়, সেটা বুঝে উঠতে অনেকের গোটা জীবন চলে যায়। সন্তানের পড়াশোনা হোক, বা নিজেদের পেশাগত কাজ, সবেতেই এই পদ্ধতি শেখা খুব দরকার। সেরকমই এক পদ্ধতি পোমোডোরো টেকনিক।
পোমোডোরো কায়দায় ছোট্ট খুদেকে পড়তে শেখান। ইতালীও এই পদ্ধতিতে ৩০ মিনিট সময়টাকে ভাগ করে নিতে হয় ২৫-৫ এ। ২৫ মিনিট পড়ার সময় অন্য কোনওদিকে মন দেওয়া যাবে না। এর পর ৫ মিনিট বিশ্রাম নিতে হবে।
একই পদ্ধতি আপনার পেশাগত কাজে করলেও সবচেয়ে কম খেটে সবচেয়ে ভাল ফল পাবেন, ২৫ মিনিটের কাজের পর ৫ মিনিটের বিশ্রাম, এতে কাজের মনঃ সংযোগ নষ্ট হয় না।