ঢাকে কাঠি পড়তে আর কয়েকটা মাস দেরি। ইতিমধ্যেই অনেকে শপিং শুরু করে দিয়েছেন। আর বাঙালির শপিং মানেই ছুটির দিন গরিয়াহাট কিংবা হাতিবাগান। কিন্তু শপিং মানে তো আর শুধু কেনাকাটা নয় সঙ্গে পেট পুজোও বটে। তাই আজ দেখে নেওয়া যায় গরিয়াহাটে শপিং করতে গেলে কলকাতার কোন বিখ্যাত খাবারের দোকানগুলিতে (Gariahat Restaurant) ঢুঁ মেরে আসা যায়।
শঙ্করস ফ্রাই
১৯৮৮ সাল থেকে কলকাতার বুকে দাঁড়িয়ে রয়েছে এই দোকান। যার নাম শঙ্করস ফ্রাই। এখানে বিভিন্ন রকমের ভাজাভুজি পাওয়া যায়। এখানের সব থেকে বিখ্যাত আইটেম ফিশ ফ্রাই।
দাস কেবিন
গরিয়াহাটে শপিং করতে গেলে একবার ঘুরে আসতে পারেন শহরের অন্যতম এক প্রাচীন দোকান দাস কেবিন থেকে। এক্কেবারে সাদা মাটা পুরানো ধাঁচের এই আউটলেটের বিখ্যাত আইটেম হল কুলফি। এছাড়াও ট্রাই করতে পারেন মোগলাই পরোটা আর কষা মাংস।
আরও পড়ুন - রান্না পুড়ে গিয়েছে ? পোড়া গন্ধ দূর করে ফিরিয়ে আনুন স্বাদ, কীভাবে ? রইল টিপস
চমপারি
গরিয়াহাটের আরও এক বিখ্যাত দোকান চমপারি। চাকচিক্য, আড়ম্বরহীন অতি সাধারণ এই দোকানে ফ্রাই আইটেম আপনার জিভে জল আনতে বাধ্য।
পূর্বানী রেস্টুরেন্ট
গরিয়াহাটের শপিংয়ের ফাঁকে ঘুরে আসতে পারেন এই রেস্তোরাঁয়। লাল কাথের চেয়ারে সাজানো পুরানো এই রেস্তোরাঁয়। এখনাএ এখনও কেবিন সিস্টেম চালু রয়েছে। এখানকার বিশেষত্ব মোগলাই, ফিশ ফ্রাই ছাড়াও ডিম সহযোগে মটন কিংবা চিকেন বিরিয়ানি রয়েছে। যা আপনার জিভে জল আনতে বাধ্য।