সন্ধেবেলা অনেকেই মুখরোচক খাবার খেতে পছন্দ করেন। কিন্তু কী বানাবেন ভাবছেন? আজ দেখে নেওয়া যাক একটু অন্যরকম রেসিপি। যা সুস্বাদু তো বটেই, মজাদারও। আজ বানিয়ে ফেলা যাক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রেসিপি চিপস চাট মশলা।
কীভাবে বানাবেন?
একটি পাত্রের মধ্যে কুরকুরে, লেইস, ঝুরি ভাজা ঢেলে নিন। এরপর ওই পাত্রেই দিয়ে দিন পেয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি।
এবার ওই পাত্রে স্বাদমতো নুন, লেবু, চাট মশলা দিয়ে ভাল করে সব কুরকুরে, লেইস, ঝুরি ভাজা ভাল মাখিয়ে নিলে তৈরি হয় চিপস চাট মশলা।