কদিন ভরপুর পুজোর মরসুম চলেছে। তাই বাইরের খাওয়া দাওয়া তো হয়েইছে। লক্ষ্মীপুজোতেও একটা না একটা প্রসাদ খাওয়া জুটেই যায়। আজ আবার রবিবার, তাই সকালটা শুরু হোক একটা হেলদি অথচ টেস্টি রেসিপি দিয়ে৷
এর জন্য প্রথমেই পাউরুটির চারপাষ কেটে বেলে নিন। এবার পুরের জন্য কলা গোল গোল করে কেটে, কড়াইতে সামান্য বাটার দিয়ে স্ম্যাশ করে নিন। দিয়ে দিন একটু দারুচিনির গুঁড়ো। এবার পাউরুটির মাঝে কলার পুর দিয়ে, রোল করে চারিদিক মুড়ে, বাটারে নেড়েচেড়ে নিন। সবশেষে চকোলেট সিরাপ দিয়ে সাজিয়ে পরিবেশন করুন হেলদি এবং টেস্টি চকো বানানা রোল।