বাংলা নতুন বছরে পাত পেড়ে বাঙালি খাবার না হলে ঠিক নতুন বছর জমে না। তাই আজ রইল কলকাতার সেরা পাঁচ রেস্তোরাঁর হদিশ। যেখানে বাঙালি খাবারের 'কম্বো' পাবেন তাও সাধ্যের মধ্যেই।
সিক্সথ বালিগঞ্জ প্লেস থালি
বাঙালি খাবারের অন্যতম পরিচিত এক রেস্তোরাঁ সিক্সথ বালিগঞ্জ প্লেস। এই রেস্তোরাঁর নতুন আউটলেট সিক্সথ বালিগঞ্জ প্লেস থালি। এখানে চার রকমের বাঙালি 'কম্বো' পাওয়া যায়। দর শুরু হচ্ছে ৪৫০ টাকা থেকে।
ভূতের রাজা দিল বর
বাঙালির নববর্ষ। জমিয়ে ভূরিভোজের পালা সারতে পারেন ভূতের রাজা দিল বরে। এই রেস্তোরাঁর লোভনীয় বাঙালি খাবারের 'কম্বো' শুরু হয় ৪০০ টাকা থেকে।
ভজহরি মান্না থালি
বাঙালি খাবারের আরও এক জনপ্রিয় রেস্তোরাঁ ভজহরি মান্না। এই রেস্তোরাঁয় 'কম্বো' শুরু হচ্ছে ২৯০ টাকা থেকে।
আহেলী
পুরস্কারপ্রাপ্ত বাঙালি রেস্তোরাঁটি শহরের দ্য পিয়ারলেস ইন-এর। এই রেস্তোরাঁয় পয়লা বৈশাখ স্পেশাল বাঙালি খাবারের 'কম্বো' শুরু হচ্ছে ১৪০ টাকা থেকে।
আরও পড়ুন - অনলাইন কেনাকাটার দাপটে জৌলুস হারানো চৈত্র সেল কি অসম লড়াই?
কলকাতা রাজবাড়ি
যতীন দাশ রোড, কালিঘাটের কাছে এই রেস্তরাঁটিও বাঙালি খাবারের জন্য বেশ জনপ্রিয়। এই রেস্তোরাঁয় বাঙালি 'কম্বো' অত্যন্ত জনপ্রিয়। নববর্ষ স্পেশাল 'কম্বো' দাম রাখা হয়েছে ১ হাজার ৯৯ টাকা।