কাজের চাপে আজকাল অধিকাংশ মানুষই ডিপ্রেশন বা মানসিক ক্লান্তির শিকার। এর স্পষ্ট প্রভাব পড়ছে আপনার চোখে মুখেও। খারাপ হচ্ছে ত্বক। রোজ সন্ধেয় এককাপ চাই এই ক্লান্তি নিমেষে কমিয়ে দিতে পারে। এর জন্য রোজ চুমুক দিতে হবে রোজমেরি চায়ে।
এছাড়াও এই চায়ের রয়েছে একাধিক গুণাবলী। এর রিভাইটালাইজিং প্রপার্টি ত্বক ,চুল ও স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এই চায়ের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিড্যান্টস অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। পাশাপাশি দিনে একবার রোজমেরি চা খেলে শরীরে পুষ্টির যোগান ঠিক থাকে। এই চা পানে শরীরে বজায় থাকে আর্দ্রতা , এবং বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। সকালে নয় বরং সন্ধেতেই চিনি ছাড়া রোজ এই চা একবার পান করুন।