মাসাইমারার ঘন জঙ্গল! আর জঙ্গলের রাজা সিংহ! শরতে বাংলায় সিংহবাহিনীর আরাধনা হবে, আর আফ্রিকার জঙ্গলে কিছু হবে না? এই প্রথম মাসাইমারায় পূজিত হবেন দেবী দুর্গা! তবে না! মাসাই উপজাতির মানুষ এখনও দুর্গার আরাধনায় অভ্যস্ত নন। আসলে বাঙালি পর্যটকদের হাত ধরেই পার্বতী পা রাখবেন আফ্রিকায়।
পর্যটন ব্যবসায়ী রাখি মিত্র সরকার এবার দল নিয়ে পুজোর ছুটিতে যাচ্ছেন আফ্রিকা। হাজার হোক শরত কাল তো, মাসাইমারার ঘন অরণ্যেও বাঙালি পর্যটকের মন পড়ে থাকবে কাশ-শিউলি ভরা বাংলাতেই। কটা দিনের জন্যই যে মা আসছেন! এই ভাবনা থেকেই মা-কেও সঙ্গে নিয়ে চলা। আর তাই কৈলাস পৌঁছোতে না পারলেও কুমোরটুলি পৌঁছে গেলেন রাখি, প্রতিমার বরাত দিতে।
১১তারিখ সকালে রওনা। কৈলাস থেকে মাসামারা! ভায়া কুমোরটুলি! একটু ঘুরপথ হলেও, বছরে একবারই তো সুযোগ!