চিকিৎসকেরা প্রায়ই বলে থাকেন, লাইফস্টাইলে কিছু বদল আনলে ক্যানসারের ঝুঁকি কমানো সম্ভব। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেল, ঘনঘন চুল স্ট্রেট করালে কর্কট রোগের ঝুঁকি বাড়ে।
গবেষণা বলছে মহিলাদের বয়স ৭০ পেরোলে ইউটেরিন ক্যানসারের সম্ভাবনা ১.৬৪ % বাড়ে। কিন্তু চুলে স্ট্রেটনার ব্যবহারে ই সম্ভাবনা ৪.০৫ % বাড়তে পারে।
Cute animals' video: নিয়ম করে পশু পাখিদের মজাদার ভিডিও দেখেন? ব্যাস! আপনার ভাল থাকা আটকায় কে!
ইউএস ন্যাশনাল ইন্সটিটিউট অফ হেলথ সেফটি-র গবেষক আলেকজান্দ্রা হোয়াইট জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইউটেরিন ক্যানসার একেবারেই বিরল নয়। তবে বছরে চার বার বা তার বেশি স্ট্রেটনার ব্যবহার করা মহিলাদের এই ক্যানসারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাকিদের তুলনায় আড়াই গুণ বেশি।
হেয়ার স্ট্রেটনারে এন্ডোক্রিন ডিস্রাপ্টিং কেমিকাল থাকে, যাকে প্রায়শই স্তন ক্যানসার এবং জরায়ুর ক্যানসারের কারণ হিসেবে ধরা হয়। গবেষণাটির দাবি, পশ্চিমের দেশের মানুষের চেয়েও প্রাচ্যের মহিলারা স্ট্রেটনার বেশি ব্যবহার করে থাকেন, তাই তাঁদের ঝুকিই বেশি।