গৃহস্থ বাড়িতে ফ্রিজ (Fridge) খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। বলা ভালো ফ্রিজ ছাড়া সংসার কার্যত অচল। টানাটানির সংসারে অতিরিক্ত জিনিস টাটকা রাখা বলুন, বা ব্যস্ততায় ফল, সবজি, মাছ, মাংস বেশি করে কিনে সংরক্ষণ করে রাখা সবেতেই ফ্রিজ হল মহার্ঘ্য। কিন্তু ফ্রিজ পরিস্কার না রাখলে খাবারে বাসা বাঁধতে পারে জীবাণু। আজ আপনাদের জন্য রইল ফ্রিজ ঝকঝকে (Fridge Cleaning) রাখার টোটকা।
ফ্রিজ পরিস্কারের আগে বেশ কিছুক্ষণ বন্ধ রাখুন৷ সমস্ত খাবার, জিনিসপত্র বের করে নিয়ে বরফ গলার সময় দিন। এবার ফ্রিজের ভিতরের সমস্ত সেলফ গুলি একে একে বের করে আনুন৷ এবার একটি বড় গামলায় হালকা গরমজলে ডিটারজেন্ট মিশিয়ে রাখুন। তারমধ্যেই সমস্ত সেলফ চুবিয়ে বেশ কিছুক্ষণ রেখে ভালো করে ঘষে তুলে নিন। এরপর শুকনো কাপরে মুছে শুকিয়ে নিন সব৷
Coriander Leaves Plant: বাড়িতে জলেই চাষ করুন রাশি রাশি ধনেপাতা, লাগবে কেবল একটা ঝুড়ি
ডিটারজেন্ট মেশানো জল এবার ফ্রিজের বডিতে স্প্রে করে পরিস্কার কাপরে মুছে নিন। এরপর শুকনো সেলফ গুলি ফের সাজিয়ে নিন আগের মতো। ফ্রিজে চার টুকরো লেবু কেটে রেখে দিন৷ এতে ফ্রিজের গন্ধ দূর হবে।