বন্ধু বিনে প্রাণ বাঁচে না... সত্যি তো, বন্ধুরা ছাড়া একটা গোটা জীবন, ভাবতে পারেন আপনি? কিন্তু শুধুই সমবয়সেই বন্ধু হয়? না, কিন্তু। সাম্প্রতিক গবেষণা বলছে, বন্ধু পাতান সব বয়সের মানুষের সঙ্গে। তাহলেই ভাল থাকা সহজ।
এক সমীক্ষা বলছে, ১৬-২৪ এই বয়সের ছেলে মেয়েরাই সবচেয়ে বেশি একাকিত্বে ভোগেন। লাইফস্টাইলের বদল, পেশাগত জীবন, শহর বদলে যাওয়া, এসব নানা কারণে মানসিক চাপ তৈরি হয়। আর সেক্ষেত্রে সমবয়সী বন্ধুর থেকে ভাল সঙ্গী হয়ে ওঠেন কিছুটা বয়স্ক মানুষ। তাঁদের জীবনের অভিজ্ঞতাও বেশি। তাই তাঁদের দেওয়া পরামর্শ, তাঁদের জীবনবোধ থেকে নানা কিছু শেখা যায়।
Tollywood Actress: কেউ আলো কেউবা দুর্গা, টলিউডের এই ৫ অভিনেত্রীর নামের অর্থ জানেন?
আরও একটা দিক ধরা পড়েছে সমীক্ষায়। সমাজে আমাদের দরকার আছে, আমার বেঁচে থাকার একটা উদ্দেশ্য রয়েছে, এই বোধও বেশি করে জন্মায়, সমস্ত বয়সী বন্ধু থাকলে। আর বেশি বয়সে যে অল্পবয়সীদের সঙ্গ একমুঠো তাজা হাওয়ার মতো কাজ করে, সে কে না জানে?
বন্ধুত্বের সম হোক মনটাই, বয়সের ফারাক আসলে কোনও বাধাই নয়।