প্রত্যেক মানুষের জীবনেই কিন্তু একটা বন্ধুর প্রয়োজন । যাঁর কাছে মনের কথা বলা যাবে । খারাপ লাগা হোক কিংবা ভাল লাগা, সবটা শেয়ার করা যাবে নির্দ্বিধায় । তবে,সে বন্ধুত্বে বয়সের কোনও সীমাবদ্ধতা থাকবে না । বন্ধু তো মা-বাবা, ভাই-বোন, দাদা-দিদিও হতে পারে । দেশজুড়ে, আজ, ৭ অগাস্ট পালিত হচ্ছে বন্ধুত্বের দিবস (Happy Friendship Day) ।
৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস পালন করা হয়েছে । তবে, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অগাস্ট মাসের প্রথম রবিবার বন্ধুত্ব দিবস (Happy Friendship Day in India) হিসেবে পালন করা হয় । এই দিনটি বন্ধুরা একে অপরকে ফ্রেন্ডশিপ ব্যান্ড, কার্ড, উপহার দিয়ে পালন করে থাকেন । বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে, পরস্পরের সঙ্গে সময় কাটান । সেইসঙ্গে সোশ্যাল মিডিয়াতেও চলে বন্ধুত্ব যাপন, স্মৃতিচারণ ।
আরও পড়ুন, Raksha bandhan 2022: ভাই-বোন নয়, পুরাণ অনুযায়ী স্ত্রী তাঁর স্বামীর হাতে বেঁধেছিলেন প্রথম রাখি
১৯৩০ সালে হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস হল বন্ধুত্ব দিবসের আয়োজন করেন। ২ অগস্ট এই দিনটি পালনের আয়োজন করেন, যাতে সকলে একসঙ্গে মিলে বন্ধুত্বের উৎসব পালন করে । এরপর মাঝে বন্ধুত্ব দিবস উদযাপন নিয়ে নানা ঘটনা ঘটে যায়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রস্তাব আসে । অবশেষে, ২০১১ সালের ২৭ এপ্রিল রাষ্ট্রসংঘের সাধারণ সভা ৩০ জুলাই তারিখটিকে আধিকারিক ভাবে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করে। সমস্ত রাষ্ট্রকে নিজের ধ্যানধারণা ও সংস্কৃতি অনুযায়ী এই দিনটি পালনের জন্য আমন্ত্রণ জানায় রাষ্ট্রসঙ্ঘ । আর ভারতে প্রতি বছর বন্ধুত্বের দিবস পালিত হয়ে আসছে অগাস্ট মাসের প্রথম রবিবার ।