বন্ধু বিনে প্রাণ বাঁচে না। বন্ধু ছাড়া সত্যিই তো ভাল লাগে না। এখন জীবনসঙ্গী খোঁজার অ্যাপেও সবচেয়ে বেশি বন্ধুর চাহিদা।
বন্ধুর সঙ্গে রোম্যান্সেই সবচেয়ে বেশি স্বচ্ছন্দ নয়া প্রজন্ম। ডেটিং অ্যাপ কোয়াক কোয়াক-এর সমীক্ষা তেমনই বলছে। অ্যাপে যোগ দেওয়া একেবারে নতুনদের ৩১ % যারা দেশের টায়ার ১ এবং টায়ার ২ শহরএ বসবাসকারী, তাঁরা এমন কাউকে ডেট করতে চাইছেন, যারা বন্ধু, এবং বন্ধুর চেয়েও বেশি কিছু হওয়ার সম্ভাবনা আছে। ৩৯ % পুরুষ প্রেমে পড়ার ক্ষেত্রে বন্ধু স্থানীয়দের তালিকার প্রথমে রাখছেন।
২২ থেকে ২৮ বয়সীদের ৩৪ % মনে করছেন, ডেটিং-এর ক্ষেত্রে বন্ধু হওয়ার দরকার নেই, ৩৬ % আবার বন্ধুর সঙ্গেই রোমান্স করতে আগ্রহী।
Solo Trip: সোলো ট্রিপের জন্য কোন কোন জায়গা নিরাপদ? দেখুন তালিকা
কোয়াক কোয়াক সিইও রবি মিত্তলের মত, মানুষ আগে বন্ধুত্ব খুঁজছে, পরে সেই বন্ধুর সঙ্গে সম্পর্কে নতুন দিগন্ত দেখা দিলে ভাল।