খুশির দিন কিংবা জীবনের চরম সঙ্কটের সময়। প্রথম প্রেমের গল্প, মন ভাঙার গল্প কিংবা চাকরি পাওয়ার আনন্দ সবটা যার সঙ্গে নির্দ্বিধায় বলা যায় সেই বন্ধু। বন্ধুত্বের (Friendship) কোনও বয়স হয় না। আর বন্ধুত্ব উদযাপন করারও আলাদা কোনও দিন হয় না। তবুও বন্ধুত্বের জন্য বেছে নেওয়া হয়েছে আলাদা একটি দিন (Friendship Day 2023)।
৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে পালন করা হয়। তবে, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অগাস্ট মাসের প্রথম রবিবারকে বেছে নেওয়া হয় 'ফ্রেন্ডশিপ ডে' হিসেবে। চলতি বছরে ৬ অগাস্ট দেশজুড়ে পালিত হচ্ছে ফ্রেন্ডশিপ ডে।
কেন পালিত হয় ফ্রেন্ডশিপ ডে?
১৯৩০ সালে হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস হল বন্ধুত্ব দিবসের আয়োজন করেন। ২ অগস্ট এই দিনটি পালনের আয়োজন করেন, যাতে সকলে একসঙ্গে মিলে বন্ধুত্বের উৎসব পালন করে । এরপর মাঝে বন্ধুত্ব দিবস উদযাপন নিয়ে নানা ঘটনা ঘটে যায়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রস্তাব আসে ।
আরও পড়ুন - বন্ধু, সঙ্গে আরও একটু বেশি, এমন সঙ্গীরই খোঁজ ডেটিং অ্যাপে
অবশেষে, ২০১১ সালের ২৭ এপ্রিল রাষ্ট্রসংঘের সাধারণ সভা ৩০ জুলাই তারিখটিকে আধিকারিক ভাবে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করে। সমস্ত রাষ্ট্রকে নিজের ধ্যানধারণা ও সংস্কৃতি অনুযায়ী এই দিনটি পালনের জন্য আমন্ত্রণ জানায় রাষ্ট্রসঙ্ঘ । আর ভারতে প্রতি বছর বন্ধুত্বের দিবস পালিত হয়ে আসছে অগাস্ট মাসের প্রথম রবিবার ।