‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না…’
রক্তের সম্পর্ক না থাকলেও, যে মানুষগুলো আপনার জন্য ভাবে, আপনার খুশিতে আনন্দ পায়, দুঃখে কষ্ট পায়, কিংবা বিপদে ছুটে আসে-তাঁদের জন্য বাংলা অভিধানে তোলা রয়েছে সবচেয়ে মূল্যবান শব্দটি- বন্ধু। আর জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই মানুষটির জন্য একটি দিন তোলা থাকবে না, তা আবার হয় নাকি? তাই প্রতি বছর অগাস্ট মাসের প্রথম রবিবার তুলে রাখা হয় বন্ধুদের জন্য।
জাতিসংঘের মতে, ৩০ জুলাই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস, তবে, ভারত, বাংলাদেশ, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরশাহি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অগাস্ট মাসের প্রথম রবিবারকে বেছে নেওয়া হয় 'ফ্রেন্ডশিপ ডে' হিসেবে। এবছর ফ্রেন্ডশিপ ডে- ৪ ঠা অগাস্ট।
কবে থেকে শুরু হল ফ্রেন্ডশিপ ডে পালন?
গ্রিটিং কার্ড ন্যাশনাল অ্যাসোসিয়েশন ১৯২০ সালে গ্রিটিং কার্ড বিক্রি বাড়ানোর জন্য বন্ধুত্ব দিবসের ধারণাটি প্রচলন করে। ১৯৩০ সালে হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা জয়েস হল বন্ধুত্ব দিবসের আয়োজন করেন। ২ অগস্ট এই দিনটি পালনের আয়োজন করেন, যাতে সকলে একসঙ্গে মিলে বন্ধুত্বের উৎসব পালন করে । এরপর মাঝে বন্ধুত্ব দিবস উদযাপন নিয়ে নানা ঘটনা ঘটে যায়, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রস্তাব আসে ।
অবশেষে, ২০১১ সালের ২৭ এপ্রিল রাষ্ট্রসংঘের সাধারণ সভা ৩০ জুলাই তারিখটিকে আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস হিসেবে ঘোষণা করে। সমস্ত রাষ্ট্রকে নিজের ধ্যানধারণা ও সংস্কৃতি অনুযায়ী এই দিনটি পালনের জন্য আমন্ত্রণ জানায় রাষ্ট্রসঙ্ঘ । আর ভারতে প্রতি বছর বন্ধুত্বের দিবস পালিত হয়ে আসছে অগাস্ট মাসের প্রথম রবিবার ।