Valentine Day 2022: বাঙালির ভ্যালেন্টাইন্স ডে সবে পেরিয়ে এলাম আমরা। সরস্বতী পুজোয় শীতের আমেজ একটু হলেও ছিল। তবে এবার বসন্ত জাগ্রত দ্বারে। সঙ্গে মনও ফুরফুরে। এখন আমরা রয়েছি প্রেমের সপ্তাহে।
জেনে নিন সপ্তাহভর প্রেমের বাহানার জন্য কবে কোন দিন রয়েছে ক্যালেন্ডারে?
প্রেমের সপ্তাহ শুরু হচ্ছে এই দিনটা দিয়ে। ৭ ফেব্রুয়ারি। ভালোবাসার মানুষকে যে লাল গোলাপ দিতে হবে, তার কোনও মানে নেই। হলুদ, গোলাপি, কমলা বেগুনি যে কোনও রঙের গোলাপ দিতে পারেন আপনার সঙ্গীকে।
প্রোপোজ ডে। ৮ ফেব্রুয়ারি। যারা এখনও পছন্দের মানুষকে জানিয়েই উঠতে পারেননি নিজের ভালোবাসার কথা, এই দিন তাঁদের জন্য।
চকোলেট খেতে ভালোবাসে না, অথবা প্রেমে পড়ে চকোলেট খায়নি, কেনেনি এরকম প্রেমিক/প্রেমিকা ভূভারতে নেই। ৯ ফেব্রুয়ারি চোকোলেট ডে।
আহা! স্কুল কলেজের দিনগুলোয় ভালোবেসেছেন, আর প্রেমিকাকে টেডি বিয়ার দেননি! এ'বছর টেডি দেওয়ার সবচেয়ে ভালো দিন ১০ ফেব্রুয়ারি।
কথায় যদি বা বলে ‘প্রমিসেস আর মেন্ট টু বি ব্রোকেন’, তবু কী করবেন বলুন? ভালোবাসলে কথা দিয়ে দিতে ভারী ইচ্ছে হয়। মন খুলে প্রমিস করুন এই ১১ ফেব্রুয়ারি।
ভালোবাসার উদযাপন করতে এই ১২ তারিখ উষ্ণ আলিঙ্গনে রাখুন আপনার ভালোবাসার মানুষটাকে।
প্রেম ব্যক্ত করা হয়ে গেছে। শুধু ভীষণ ইচ্ছে সত্ত্বেও চুমুটাই খেয়ে উঠতে পারেননি এখনও প্রেমিক কিমবা প্রেমিকাকে? আপনা টাইম আয়েগা, আগামী ১৩ তারিখ।
এবার যাকে বলে ডি ডে। সাত দিন একটু একটু করে যে উদযাপন করলেন প্রেমের মরশুম, এবার তা বাঁধনছাড়া হবার পালা। প্রিয় মানুষের সঙ্গে নিজের মতো সময় কাটান। মনে রাখবেন গাঁটের পয়সা খরচা করলেই সুন্দর সময় কেনা যায় না। কোয়ালিটি টাইম কাটান, যা আপনাদের বছরভর মনে থাকবে।