জি২০ শীর্ষ সামিটের শনিবারের মধ্যাহ্নভোজে ছিল এলাহি আয়োজন, তবে সবটাই নিরামিষ। স্টার্টার, মেইন[কোর্স, ডেসার্টে ছিল জিভে জল আনা নানান পদ।
ভারতের আঞ্চলিক খাবারের মধ্যে ছিল, সিঙ্গারা, ভেলপুরি, বড়া পাও, চাট, দই পুরি, বিকানেরি ডাল পরোটা, যোধপুরি কাবুলি পোলাও। বিহারের লিট্টি চোখা, রাজস্থানের ডাল-বাটি-চুরমা, বাংলার রসগোল্লা
পাঞ্জাবের ডাল তরকা তৃপ্তি করেই খেয়েছেন রাষ্ট্রপ্রধানরা।
মেন কোর্সে ছিল-উত্তর প্রদেশের পনির লাবাবদার, অন্ধ্র প্রদেশের সবজা কোর্মা প্রভৃতিপাঞ্জাবের পিঁয়াজ পোলাও।
তন্দুরি রুটি, বাটার নান, কুলচার সঙ্গে ছিল হরেক রকমের রায়তা ও চাটনি আচার।
মিষ্টির মধ্যে ছিল জিলিপি, কুট্টু মালপোয়া, পুডিং, স্ট্রবেরি ও ব্ল্যাককারেন্ট আইসক্রিম, রসমালাই, ক্ষীর, হালুয়া, লাড্ডু ছাড়াও ছিল শেষ পাতে মিষ্টি মুখ করার হরেক পদ।