গণেশ পুজো (Ganesh Puja 2022) প্রায় দোড়গোড়ায় । হিন্দু ধর্মের প্রচলিত রীতি অনুযায়ী, সব পুজোর আগে গণেশ পুজো করতে হয় । গণেশের আরাধনার পরই একে একে আসেন বিশ্বকর্মা, মা দুর্গা (Maa Durga), লক্ষ্মী, কালী থেকে মা সরস্বতী । শুধু তাই নয়, বাড়িতে বা কর্মস্থলে কোনও শুভ কাজে গণেশকেই সবার আগে স্মরণ করা হয়, পুজো (Ganesh Chathurthi 2022) করা হয় । দীর্ঘদিন ধরেই এই ধারা চলে আসছে ।
সবার আগে কেন গণেশ পূজিত হয় ? পুরাণে, এর দুটি কাহিনি প্রচলিত রয়েছে । তার মধ্যে একটি হল, পার্বতী একদিন চন্দন দিয়ে একটি পুতুল তৈরি করেন । পুতুল তৈরির পর নিজের সন্তান রূপে তার মধ্যে প্রাণ সঞ্চার করেন পার্বতী । সদ্য প্রাণ পাওয়া প্রথম পুত্র গনেশকে ঘরে রেখে স্নান করতে যান তিনি । নির্দেশ দিয়ে যান কেউ যেন তাঁর ঘরে না ঢোকে । সেই মতো ঘরের সামনে পাহারায় বসে গণেশ ।
আরও পড়ুন, Ganesh Chaturthi 2022 Date, Time : এবছর গনেশ চতুর্থী কবে ? পুজোর শুভ সময় ও নিয়ম জেনে নিন
এদিকে, সেই সময় ঘরে ঢুকতে যান খোদ মহাদেব । তাঁকে বাধা দেয় গণেশ । শিব তা সত্ত্বেও জোর করে ঘরে ঢুকতে যান । ফের বাধা দেয় গণেশ । সেইসময় শিব রেগে গিয়ে ত্রিশূল দিয়ে গণেশকে আক্রমণ করেন । তাতে গণেশের মাথা কেটে যায় । স্নান সেরে বেরিয়ে গণেশকে ওইভাবে দেখে কান্নায় ভেঙে পড়েন পার্বতী । পরিস্থিতি সামাল দিতে হস্তিশাবকের মাথা কেটে আনেন শিব । আর তা গণেশের মাথায় বসিয়ে দেন। শিব গণেশকে আশীর্বাদ করেন । বলেন, সব দেবতার আগে গণেশই পূজিত হবেন । সে কারণে আজও সমস্ত পুজোর আগে গণেশ আরাধনা করা হয় ।
দ্বিতীয় কাহিনি হল, গণেশ ও তাঁর ছোটভাই কার্তিকের মধ্যে ত্রিভূবণ পরিক্রমার একটি প্রতিযোগিতা হয়েছিল । দু'জনকেই বলা হয়েছিল,যিনি ত্রিভূবন পরিক্রমা করে সবার আগে ফিরে আসবে, তাঁকে পুরস্কার হিসেবে অমরত্ব ও জ্ঞানভাণ্ডার দেওয়া হবে । কার্তিক ময়ূরে চড়ে ত্রিভূবন পরিক্রমায় পাড়ি দে ন। কিন্তু গণেশ শুধু তাঁর বাবা-মাকেই প্রদক্ষিণ করেন । এর কারণ জিজ্ঞাসা করা হলে গণেশ বলেন, তাঁর বাবা-মা শিব-পার্বতীই তাঁর কাছে ত্রিভূবন । খুশি হয়ে শিব-পার্বতী গণেশকে আশীর্বাদ করেন । তাঁকেই প্রতিযোগিতায় জয়ী ঘোষণা করে অমরত্ব ও জ্ঞানভাণ্ডারের পুরস্কার দেন । এই কারণে গণেশ সর্বাগ্রে পূজিত হন ।