সমাজের রক্তচক্ষু, ঠাট্টা-তামাশা উপেক্ষা করে তিন বছর আগে গাঁটছড়া বেঁধে ছিলেন পুরুষ দম্পতি আদিত্য মাদিরাজু (Aditya Madiraju) এবং অমিত শাহ (Amit Shah) । নতুন জীবন শুরুর পর আর পাঁচটা দম্পতির (Gay Couple) মতোই দ্বিতীয় থেকে তৃতীয় হওয়ার স্বপ্ন দেখেছিলেন তাঁরা । অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে চলেছে । খুব শীঘ্রই পিতৃত্বের সুখ উপভোগ করতে চলেছেন তাঁরা । শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটতে চলেছে । সম্প্রতি, পিতৃত্বকালীন ফটোশুটের (Gay Couple going to be dads) ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে সুখবর জানিয়েছেন এই দম্পতি ।
খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগবে, নারী-পুরুষ দাম্পত্যে সন্তান জন্মের উপায় রয়েছে । কিন্তু, সমলিঙ্গ পুরুষ দাম্পত্যে তা নেই । কিন্তু, 'সমকামী' অভিভাবক নয়, অভিভাবক হওয়ার স্বপ্ন দেখেছেন তাঁরা । তাই অনেক খোঁজখবর নিয়ে, অবশেষে ‘আইভিএফ’ পদ্ধতিতে সরোগেসির মাধ্যমে সন্তান নেওয়ার স্বপ্নপূরণ করেন তাঁরা ।
২০১৯ সালে আমেরিকার নিউ জার্সিতে বিয়ে করেন আদিত্য ও অমিত । সেইসময় তাঁদের বিয়ে নিয়ে চর্চা কম হয়নি । বাবা হতে চলেছেন দুই পুরুষ দম্পতি, এই খবর নিয়েও ইতিমধ্যে হইচই পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় । অনেকে বিষয়টি বাঁকা চোখে দেখেছে, অনেকে তাঁদের শুভকামনা জানিয়েছেন । আদিত্য বলেন, তাঁরা 'সমকামী' অভিভাবক নয়, শুধু অভিভাবক হতে চান । অভিভাবক হতে চাওয়া কোনও অপরাধ নয় । তাঁর বিশ্বাস, তাঁদের এই সিদ্ধান্ত বহু দম্পতিকে অনুপ্রেরণা দেবে, আশার আলো দেখাবে ।