জেনারেশন জেড বা জেন জেড তাদের 'ক্যানসেল কালচার'-এর জন্য একপ্রকার 'কুখ্যাত'। জীর্ণ পুরাতন যাক ভেসে যাক-ই যেন তাদের সব স্লোগানের ভিত্তি। এমনকি, ততটা 'পুরনো' নয়, এমন কিছুও যদি তাদের সুনজরে না পড়ে, তাহলে সেটিও তারা এক ধাক্কায় বাতিল করে দিতে দু'বার ভাবে না। এবার সেই তালিকায় নয়া সংযোজন চামড়ার সঙ্গে টাইট জিনস।
এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ আলোড়ন তুলেছে এই জেনারেশন জেড-এর প্রতিনিধিরা! রীতিমত ভিডিয়ো করে এর বিরোধিতা করছে তারা! সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বডি হাগিং প্যান্ট, ব্যাগি হাতা জামাকাপড়, বুটকাট, লো-রাইজ ইত্যাদির পক্ষে সোচ্চার হয়েছে তারা।
এই ট্র্যাডিশন এখন কতদিন থাকে, দেখার সেটাই।