গরম গরম ভাতে একটু ঘি (Ghee) । আহা যেন অমৃত ! বিশেষ করে শীতের সকালে স্কুল, কলেজ কিংবা অফিস বেরোনোর আগে ধোঁয়া ওঠা ভাতে ঘি, আর আলুসেদ্ধ । এই হলেই যথেষ্ট । মন যেন খুশি হয়ে যায় । তাছাড়া, ঘি এমনিতে শরীরের জন্য় ভাল । রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় । তবে, বেশি পরিমাণে কিংবা রোজ খেলে হিতে বিপরীত হতে পারে । তবে জানেন কি, ত্বকের পরিচর্যায় ঘি কতটা উপকারী (Ghee benefits for Skin) । বিশেষ করে শীতে ঘি ব্যবহার করলে হারানো জৌলুস খুব সহজেই ফিরে পাবেন আপনি । ময়শ্চেরাইজার, কিংবা ফেসপ্যাক অথবা লিপবাম হিসেবে ঘি ব্যবহার করতে পারেন ।
২ চামচ ঘি গরম করে রেখে দিন । তার মধ্যে ২ চামচ অ্যালোভেরা জেল ভাল করে মেশান । তারপর মিশ্রণটা ঠান্ডা হতে দিন । ঠান্ডা হওয়ার পর তা পরিষ্কার মুখে ১০-১৫ মিনিট লাগিয়ে রেখে দিন । এরপর ঈষোদষ্ণু জল দিয়ে মুখটা ধুয়ে নিন ।