গাড়ির জ্বালানি খরচ কমাতে এবার উদ্যোগ নিল গুগল (Google)। সঠিক পথ নির্দেশের জন্য আজকাল আমরা প্রায় সবাই গুগল ম্য়াপের (Google Maps) সাহায্য নিই। এবার তারা এই পরিষেবায় কিছু অতিরিক্ত ফিচার আনতে চলেছে।
গুগল ম্যাপের সর্বশেষ বিটা আপডেটেড ভার্সন হল ১১.৩৯। এই ভার্সনে একটি বিশেষ ফিচার দেওয়া হয়েছে। গাড়ি চালানোর সময় জ্বালানি তেল বাঁচাতে কোন উপায়টি সেরা হতে পারে, তা জানিয়ে চালকদের সাহায্য করবে এই ফিচার।
চালক তাঁর গাড়ির ইঞ্জিনটি কী রকম এটা গুগল ম্যাপকে জানালে সেই তথ্যের ভিত্তিতে গুগল ম্যাপ সেই রাস্তাই চালককে নির্দেশ করবে যে রাস্তায় গেলে গাড়ির জ্বালানি খরচ সবচেয়ে কম হয়।
উল্লেখ্য়, বিভিন্ন রাস্তায় বিভিন্ন প্রকার গাড়ির জ্বালানি খরচ বিভিন্ন হয়। বিষয়টি শুধু গাড়ির ইঞ্জিনের উপর নির্ভর করে না, গাড়ি কোন ধরনের জ্বালানি ব্যবহার করছে তার উপরেও নির্ভর করে। যেহেতু আজকাল বৈদ্যুতিক গাড়ির বা ইথানলে চালিত গাড়ির প্রচলন বাড়ছে। সেই পরিস্থিতির কথা মাথায় গুগল এই ফিচারটি নিয়ে এসেছে।
উল্লেখ্য, গত মে মাসে গুগল ম্যাপ একটি নতুন আপডেট রিলিজ করেছিল। এই আপডেটের মাধ্যমে গুগল ম্য়াপ ব্যবহারকারী বিভিন্ন স্থানের সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত ছবিটি দেখতে পাবেন।