বায়ু দূষণ নিয়ে সচেতনতা বাড়াতে গুগল ম্যাপ (Google Maps) এক বিশেষ ফিচার এনেছে। এই ফিচারের সাহায্যে আপনি সহজেই কোনও এলাকার বায়ুর গুণমান জেনে নিতে পারবেন।
গুগলের এই নতুন ফিচারটির নাম ‘এয়ার কোয়ালিটি ’। ফিচারটি ডেস্কটপ কম্পিউটারের পাশাপাশি অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (iOS) ডিভাইসে ব্যবহার করা যাবে। গুগল ম্যাপে গিয়ে (Google Maps) নির্দিষ্ট কোনও এলাকা সিলেক্ট করার পর এয়ার কোয়ালিটি চেকিং ফিচারের মাধ্যমে আপনি সেই এলাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স ( AQI) কত রেঞ্জের মধ্যে রয়েছে তা দেখে নিতে পারবেন।
Google: ঘানি সরকারের নথিতে নজর তালিবানের, তড়িঘড়ি বহু অ্যাকাউন্ট ব্লক করল গুগল
কীভাবে ফিচারটি ব্যবহার করবেন?
এয়ার কোয়ালিটি চেকিং ফিচারটি ব্যবহার করার জন্য প্রথমে আপনার ডিভাইসে গুগল ম্যাপ অ্যাপটি ওপেন করুন। এবার স্ক্রিনের উপরে ডানদিকে অ্যাপটির ‘লেয়ার সেটিংস’ অপশনে ট্যাপ করুন। এবার স্ক্রিনে দেখতে পাবেন পাবলিক ট্রানজিট (Public transit), ট্র্যাফিক (traffic), ৩ডি (3D) এবং স্ট্রিট ভিউ (Street View) ইত্যাদি অপশনগুলির পাশাপাশি রয়েছে এয়ার কোয়ালিটি (Air Quality) অপশন। সেটিতে ট্যাপ করে ফিচারটি এনাবেল করুন। ফিচারটি এনাবেল করার পর গুগল ম্যাপ আপনার লোকেশন এবং পার্শ্ববর্তী লোকেশনের বায়ুর গুণমান দেখাবে। ম্য়াপে বিভিন্ন রঙের মাধ্যমে কোন এলাকার বায়ুর গুণমান কেমন তা চিহ্নিত করা থাকবে এবং স্ক্রিনের নিচে ভারতের নিজস্ব এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কেল থাকবে। আপনি ইনডেক্স স্কেলের রঙের সঙ্গে মিলিয়ে কোন এলাকার বায়ুর গুণমান কেমন তা জেনে নিতে পারবেন।
ভারতে এই ফিচারটির জন্য গুগল সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড ও স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে বায়ু দূষণ সম্পর্কিত ডেটা সংগ্রহ করে থাকে।