ডিজাইনার পোশাক তো নানারকম রয়েছে । কিন্তু, কন্ডম দিয়ে ডিজাইনার পোশাক । বাস্তবে এমনই কাণ্ডই ঘটিয়েছেন পোশাক শিল্পী গুনার ডেথেরেজ । যৌন স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়াতে তিনি এই পদক্ষেপ করেছেন বলে জানা গিয়েছে । বিশ্ব এইডস দিবসের সম্মানে এই পোশাকটি তিনি তৈরি করেছেন ।
মেয়াদোত্তীর্ণ কন্ডোম ব্যবহার করে একটি সুন্দর গাউন তৈরি করেছেন শিল্পী । গাউন তৈরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি । সেখানেই দেখা গেল, কন্ডোমগুলি স্প্রে করে পেইন্ট করছেন তিনি । তারপর রং করা কন্ডোমগুলি সেলাই করে গাউনটি তৈরি করেন গুনার ।
শিল্পীর এই পদক্ষেপকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা । কেউ লিখেছেন, এটা সত্যিই আশ্চর্যজনক । আর খুব গুরুত্বপূর্ণ বার্তাও । আমি এইডসের জন্য বন্ধু হারিয়েছি, তাই এই বার্তার গুরুত্ব অনেকটা । আবার কেউ লিখেছেন, দারুণ প্রতিভা । উল্লেখ্য, কন্ডোম দিয়ে পোশাক তৈরির ব্যাপারটা একেবারে নতুন নয় । এর আগে ব্রাজিলিয়ান শিল্পী আদ্রিয়ানা বার্টিনি কনডম দিয়ে ১৪টি পোশাক তৈরি করেছিলেন।