২০০ বছরের পুরনো সিডার গাছটার সঙ্গে ওদের আত্মিক যোগাযোগ। ওঁকে বাঁচাতে অভিনব আন্দোলনের পথে হাঁটলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলের একদল পরিবেশকর্মী। গাছটিকে বাঁচাতে তাঁরা দড়ি, হ্যামক, ঝুড়ি নিয়ে, মাস্ক পর উঠে পড়েছেন গাছটিতে। সেখানেই থাকছেন একটানা। পালা করে কেউ না কেউ থাকছেন তাঁদের প্রিয় সিডার গাছে।
তাঁদের বক্তব্য, গাছ কেটে ফেলার ফলেই বাড়ছে তাপমাত্রা, ক্ষতি হচ্ছে পরিবেশের। এই শ'দুয়েক বছরের পুরনো গাছটিলে কোনওমতেই কাটতে দেওয়া যাবে না।
গাছটির নাম লুমা। ৮০ ফিট লম্বা। দু'টি কাণ্ডের প্রতিটির পরিধি ৪ ফিট। পরিবেশকর্মীদের দাবি, প্রত্নতাত্ত্বিক কারণেও গাছটিকে বাঁচিয়ে রাখা উচিত।
গাছে আস্তানা গেড়ে বসা এক পরিবেশকর্মীর কথায়, "আমাদের এই লড়াই জিততেই হবে৷ এই গাছটিকে রক্ষা করা গেলে সিয়াটলের অন্য গাছগুলিকেও বাঁচানোর লড়াই জোরদার হবে।"
গত ১৪ জুলাই থেকে শুরু হয়েছে এই গাছ বাঁচানোর লড়াই। পালা করে গাছটিতে থাকছেন পরিবেশকর্মীরা। উল্লেখ্য, একটি হাউজিং প্রকল্পের জন্য এই গাছটি কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।