বিয়ের (Wedding) সকাল । বৃদ্ধির অনুষ্ঠান চলছে । মণ্ডপে বসে রয়েছেন পুরোহিত,পাত্রের বাবা বা আত্মীয় কেউ । কিন্তু, এদিকে যে নিজের বিয়েতে পাত্রই ছুটি পাননি । গেঞ্জি, ধূতি পরে মাথায় টোপর মাথায় দিয়ে বৃদ্ধিতে তো বসেছেন । কিন্তু, কোলে ল্যাপটপ (Laptop) নিয়ে । ওই অবস্থাতেই চলছে বৃদ্ধির আচার-অনুষ্ঠান । আর মনোযোগ সহকারে ল্যাপটপে (Groom with Laptop in his wedding) কাজ করে চলেছেন বর । সম্প্রতি, নেটমাধ্যমে ভাইরাল হল এমনই এক ছবি । যা দেখে তা দেখে হেসে কুটোপাটি নেটিজেনরা । আবার অনেকে এই ছবি দেখে এতটুকুও মজা পাননি । বরং বিভিন্ন প্রশ্ন তুলে দিয়েছেন তাঁরা ।
‘ক্যালক্যাটা ইনস্টাগ্রামার্স’ এর পেজ থেকে এই ছবি ভাইরাল হয়েছে । পাত্রকে এভাবে ল্যাপটপ কোলে দেখে ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতিকেই মনে করিয়ে দেয় বইকি । ২০২০ সালে কোভিড আসার পর থেকে এই বিশেষ কাজের ধরনের সঙ্গে পরিচিত হন মানুষ । বাকি গল্পটা তো সবারই জানা । কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলেও এখনও বেশ কয়েক জায়গায় ওয়ার্ক ফ্রম হোম রেখে দিয়েছে । সাধারণত, ওয়ার্ক ফ্রম হোম'-এ একটা অসুবিধা হল অফিসের কাজে প্রয়োজনে যেকোনও সময়ই কাজ করতে বসতে হয় । দিন, ক্ষণ, সময় কিছুর জন্যই ছাড় থাকে না। সেই বিতর্কই নেটপাড়ায় উস্কে দিয়েছে এই ছবি । ভাইরাল হওয়া ছবিতে বর আদৌ ল্যাপটপে অফিসেরই কাজ করছেন কি না তা জানা যায়নি । তবে ছবি দেখে সেরকমই মনে করা হচ্ছে ।
আরও পড়ুন, Neymar : একেই পায়ে চোট, তায় দোসর জ্বর, নেইমারের স্বাস্থ্য নিয়ে নতুন করে চিন্তায় ব্রাজিল
নেটমাধ্যমে বিয়ের সকালের এই ছবি ছড়িয়ে পড়তেই হেসে কুটোপাটি হয়েছেন অনেকে । তবে, কারও কাছে ছবিটা একেবারেই মজার নয় বলে মন্তব্য করেছেন । একজন মন্তব্য করেন, বিয়ের দিনে কোনও সংস্থাই তার কর্মীদের কাজ করতে আদেশ করতে পারে না । বিয়ে করতে যাওয়ার আগে পাত্রের উচিত ব্যক্তিগত এবং পেশাগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে শেখা । আবার অনেকে বিষয়টি মজার ছলেই নিয়েছেন ।