প্রবল বায়ুদূষণে জেরবার পৃথিবী। সাম্প্রতিক একটি গবেষণা থেকে জানা গিয়েছে, বায়ুদূষণ কেবল আমাদের ফুসফুস এবং সামগ্রিক স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর নয়, এর ফলে শরীরের ভিতরে থাকা ব্যাকটেরিয়াগুলি শক্তিশালী হয়ে উঠছে। কাজ করছে না অ্যান্টিবায়োটিকস। চিকিৎসকদের পক্ষে ইনফেকশন সহ নানাবিধ অসুস্থতার চিকিৎসা করা সমস্যাজনক হয়ে উঠছে।
ল্যানসেট প্ল্যানেটরি হেলথ জার্নালে প্রকাশিত হয়েছে গবেষণাটি। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছেন গবেষকরা। দেখা গিয়েছে, যে সব জায়গায় বায়ুদূষণ প্রবল, সেখানে অ্যান্টিবায়োটিকসের কার্ষক্ষমতা কমছে। বাতাসে ভাসমান কেমিক্যালস এবং ক্ষুদ্রাতিক্ষুদ্র বহু কিছু ঢুকে পড়ছে মানবদেহে। প্রভাবিত করছে ব্যাকটিরিয়াগুলিকে। সেই ব্যাকটিরিয়াগুলি আরও শক্তিশালী হয়ে উঠে অ্যান্টিবায়োটিকসের ক্ষমতা প্রতিরোধ করছে।
বহু বছর ধরে মানবদেহের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে আসছে অ্যান্টিবায়োটিকস। কিন্তু যদি ব্যাকটেরিয়াগুলির শক্তি বাড়তে থাকে তাহলে সাধারণ ইনফেকশনও বড়সড় বিপদ ডেকে আনতে পারে। বড় শহরগুলিতে বায়ুদূষণ বেশি। ফলে বিপদও বেশি।