দেশের সবচেয়ে জনপ্রিয় স্ট্রিটফুডের তালিকায় সবচেয়ে ওপরের দিকে যে নামটা থাকবেই, তা হল ফুচকা। খাবার নয়, বলা ভাল ফুচকা একটা আবেগের নাম! কোথাও পানিপুরি, কোথাও গোলগাপ্পা, কোথাও আবার গুপচুপ! নাম অনেক, কিন্তু ফুচকা নিয়ে পাগলামি সারা দেশজুড়েই। এবার রাস্তার ধারের স্টলে পাওয়া যাচ্ছে সোনার ফুচকা।
গুজরাটের এক ফুচকাবিক্রেতা বিক্রি করছেন একটু বিলাসবহুল ফুচকা, সোনা রুপোর রাংতায় মোড়া। সেই ফুচকার পুরে থাকছে, কাজু বাদাম, পেস্তা, আ'মন্ড ছাড়াও রকমারি ড্রাই ফ্রুটস। সোনালি থালায় পরিবেশন করা হচ্ছে ঠান্ডাইয়ের সঙ্গে। সে এলাহি ব্যাপার! সোনায় মোড়া ফুচকার ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
West Bengal Weather Update: কলকাতায় তাপপ্রবাহের সম্ভাবনা, আপাতত গরম থেকে রেহাই নেই!
তবে এমন লাক্সারি ফুচকার ভিডিয়ো দেখে সবারই যে জিভে জল আসছে, এমনটা নয় মোটেই। বরং, নেটিজেনদের তরফে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া।