ভদোদরার ক্ষমা বিন্দু (Kshama Bindu)। ২৪ বছর বয়স, একটি বেসরকারি সংস্থায় কর্মরত। নিজেকে খুব ভালবাসেন ক্ষমা। এটুকু বললে ভাবতে পারেন, এ আর নতুন কী? নিজেকে তো সবাই ভালবাসে। কিন্তু ক্ষমা যেন নিজেকে একেবারে নিঃশর্ত ভাবে ভালবাসেন। এতটাই, যে ঠিক করেছেন নিজেকেই বিয়ে (Sologamy) করবেন। না, বালখিল্য নয়, ক্ষমা সমস্ত রকম সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আগামী ১১ জুন বিয়ে।
বিয়ের সব আচার অনুষ্ঠান হবে। পাত্রী (bride) সাত পাক ঘুরবেন, সিঁদুর পরবেন ক্ষমা। শুধু বিয়ের আসরে কোনও পাত্র (Groom) থাকবে না, আর থাকবেনা পাত্রপক্ষ, বরযাত্রী, ফারাক এটুকুই। গুজরাত তো আগে কখনো এ রকম ঘটনার সাক্ষী থাকেনি, সারা দেশেই খুব সম্ভবত নিজেকে বিয়ে করার ঘটনা এই-ই প্রথম।
ক্ষমার পরিবার প্রগতিশীল। তাঁদের এ ব্যাপারে কোনও আপত্তি নেই। শুধু বিয়ে নয়, বিয়ের পর গোয়ায় এক সপ্তাহের হানিমুনেও যাচ্ছেন ক্ষমা। ২৪ বছরের এই তরুণী জীবনটা বেঁচে নিচ্ছেন একেবারে নিজের শর্তে।