আজ দেশজুড়ে পালিত হচ্ছে গুরু পূর্ণিমা (Guru Purnima 2023) । হিন্দু ধর্মে গুরুকে ঈশ্বরের মর্যাদা দেওয়া হয়েছে । বলা হয়, গুরুর কৃপায় আমাদের ঈশ্বর প্রাপ্তি । তাই গুরু পূর্ণিমার দিনে গুরুদের প্রণাম করা হয়, তাঁদের শ্রদ্ধা জানানো হয় । এবছর গুরু পূর্ণিমার শুভক্ষণ জেনে নিন
হিন্দি ক্যালেন্ডার অনুসারে, আষাঢ় মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালন করা হয় । এ বছর গুরু পূর্ণিমা পালিত হচ্ছে ৩ জুলাই । পূর্ণিমা তিথি শুরু হয়েছে ২ জুলাই রাত ৮টা ২১ মিনিটে । শেষ হবে ৩ জুলাই বিকেল ৫টা ৮ মিনিটে ।
গুরু পূর্ণিমা ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত । ধর্মীয় বিশ্বাস অনুসারে, বেদব্যাস আষাঢ় মাসের পূর্ণিমায় এই দিনেই জন্মগ্রহণ করেছিলেন । মহর্ষি বেদব্যাস সংস্কৃত ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। পরে তিনি মহাভারত, ১৮টি মহাপুরাণ, ব্রহ্মসূত্র-সহ বহু ধর্মীয় গ্রন্থ রচনা করেছিলেন । তাঁকে আদিগুরু বলে মানা হয় । তাই এই দিনটি ব্যাস পূর্ণিমা নামে পরিচিত ।
কথিত আছে ১৫০০০ বছরেরও বেশি সময় আগে গুরু পূর্ণিমার দিনে ভগবান শিব সপ্তর্ষিদের প্রথম শিষ্য করেছিলেন এবং তাদের যোগবিদ্যা শিক্ষা দিয়েছিলেন ।
আরও পড়ুন, Snake Problem: বর্ষায় বাগানে,বাড়ির আনাচে কানাচে সাপের উপদ্রব? আজই তাড়ান এই কয়েকটি ঘরোয়া উপায়ে
গুরু পূর্ণিমার দিন মানুষ ঈশ্বরকে স্মরণ করে । গুরুদের আশীর্বাদ কামনা করেন । এছাড়া, এদিন ভগবান বিষ্ণুর পুজো করেন, অনেক মন্দিরে পুজো দেন এবং উপোস করেন । প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এদিন দান করলে পূণ্য লাভ হয় ।