আপনি কি বয়স্ক? ইন্টারনেট ঘাঁটেন, অথবা আপনার বাড়ির বয়স্ক সদস্যের নেট সার্ফিং-এর স্বভাব? তাহলে কিন্তু ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা বেশ কম। আমেরিকান জেরিয়াট্রিকস সোসাইটির সাম্প্রতিক গবেষণার ফলাফল সেই কথাই বলছে।
৫০-৬৫ বছরের ১৮,১২৫ জন মানুষকে নিয়ে এই সমীক্ষা করা হয়। সমীক্ষার শুরুতে তদের কারও ডিমেনশিয়া ছিল না।
গবেষণা চলাকালীন অংশগ্রহণকারী প্রবীণদের প্রশ্ন করা হয়, তাঁরা কি নিয়মিত ইমেল চেক করেন? ইন্টারনেট ঘাঁটেন? অনলাইনে শপিং করেন বা যাতায়াতের টিকিট বুক করেন?
সমীক্ষায় দেখা গিয়েছে, যারা দিনে ঘণ্টা দুয়েক ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা সবচেয়ে কম। তবে গবেষকরা সতর্ক করেছেন, যে, কোনওকিছুই অতিরিক্ত ভালো নয়। এমনকি ইন্টারনেট ব্যবহারও।