গরম কালে প্যাচপ্যাচে ঘামে চুল ভিজে যাওয়া খুব চেনা সমস্যা। তা থেকে চুল পড়া, আঠা আঠা হয়ে যাওয়া, স্ক্যাল্পের ক্ষতি হওয়ার মতো সমস্যা দেখা দেয় আখছার। কিছু ঘরোয়া টিপস মেনে চললেই গরমেও চুলের স্বাস্থ্য বহাল থাকে। জেনে নিন সেই সব।
স্ক্যাল্প পরিষ্কার রাখুন
গরমকালে প্রচুর পরিমাণে ঘাম হওয়ার কারণে স্ক্যাল্পে ধুলো-ময়লা বসে যায়। চাইলে প্রতিদিনই শ্যাম্পু করতে পারেন। না চাইলে সপ্তাহে অন্তত ৩ বার।
Swastika Mukherjee: স্বস্তিকাকে বিকৃত ছবি ইমেল করে 'আরও খারাপ কিছু' করার হুমকি প্রযোজকের
কন্ডিশনার লাগান
শ্যাম্পু ধুয়ে ফেলার পর নিয়ম করে কন্ডিশনার লাগিয়ে ২ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
হেয়ার মিস্ট ব্যবহার করুন
ঘাম জমার কারনে গরমে অনেকেরই চুলে গন্ধ হয়, সে ক্ষেত্রে চুলে হেয়ার মিস্ট ব্যবহার করুন।
ঘনঘন হেয়ার টুল ব্যবহার নয়
ব্লো ড্রায়ার, স্ট্রেটনার বা কার্লিং আয়রন , যত পারবেন, কম ব্যবহার করুন। ব্লো ড্রায়ার ব্যবহার করতে হলে কুল মোডে ব্যবহার করুন।