এক ঢাল ঘন চুল কে না চায়? তবে আজকাল কিন্তু মিশমিশে কালো চুলের চেয়ে নারী পুরুষ উভয়েই চান রঙিন চুল। কেমিক্যাল যুক্ত রঙ চুলে ব্যবহার করলে কিন্তু চুলের ক্ষতি অনিবার্য। কেমন হয় যদি একেবারে ঘরোয়া পদ্ধতিতেই পাওয়া যায় রঙিন চুল?
চুলে হালকা খয়েরি রঙ করতে ব্যবহার করতে পারেন মেহেন্দি পাতা বাটা৷ এই মিশ্রণ ব্যবহারে চুলে আসে প্রাকৃতিক রঙ৷ এছাড়া খুস্কির সমস্যাও দূর হয়। চুলের আগা ফাটা রোধ করে, চুলকে ঝলমলে করতে সাহায্য করে মেহেন্দি।
প্রথমে বিট ব্লেন্ড করে তার রস বের করে নিন। তারপর সেই রস জ্বালিয়ে ঠান্ডা করে পরিমাণ মতো নারকেল তেল মিশিয়ে চুলে লাগান। সারা রাত রেখে পরের দিন শ্যাম্পু করলেই পাবেন প্রাকৃতিক উপায়ে হালকা লাল চুল।