খাতায় কলমে বসন্ত হলে কী হবে, গরমে ইতিমধ্যে হাঁসফাঁস অবস্থা। এই সময় চুলের ঠিক মতো যত্ন (Hair Care for Summer) নিতে না পারলে চুলের বারোটা বাজবেই। চুল ঘামে ভিজে খুব পড়ে যায়, প্রচণ্ড রোদে, চুল রুক্ষ, শুষ্ক হয়ে যায়। সেসব আটকানোর জন্য রইল কিছু ঘরোয়া টিপস।
১) ফ্যানের হওয়ায় চুল শুকিয়ে নিন
বাইরে থেকে ঘরে ফিরে চুলের গোড়া ঘেমে গেলে ফ্যানের (Fan) হওয়ায় চুলটা শুকিয়ে নিতে হবে। কোনোভাবেই ঘামে ভেজা চুল বেঁধে রাখা যাবে না।
২) প্রতিদিন শ্যাম্পু করুন
যাদের প্রতিদিন বাইরে যেতে হয় তাদের রোজ চুলে শ্যাম্পু করে কন্ডিশনার (Shampoo and conditioner) লাগানো উচিত।
৩) প্রতিদিন চুলে তেল দিন
প্রতি রাতে চুলে তেল (Hair Oil) লাগিয়ে রাখতে পারেন। এটি চুলের ডিপ কন্ডিশনিং-এর কাজ করবে। তেলের সঙ্গে একটু লেবুর রস মিশিয়ে নিলে চুল খুশকি মুক্ত থাকবে। চুল পড়া কমাতে আমলকীর রস ও ক্যাস্টর অয়েল, নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলের গোড়ায় মালিশ করুন। পরের দিন শ্যাম্পু করে চুল ধুয়ে ফেলুন!
৪) মাথা ঠান্ডা রাখতে অ্যালোভেরার প্যাক ব্যবহার করুন
এই গরমে ঘৃতকুমারী (অ্যালোভেরা) (Alovera) মাথা ঠান্ডা রাখতে সাহায্য করবে এবং এটি চুল পড়াও কমাবে। অ্যালোভেরা-এর রস লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে চুল পরিষ্কার করে ফেলুন। ঘৃতকুমারীর রস, মেথি গুঁড়া ও ত্রিফলা (আমলকী, হরীতকী ও বহেরা ভিজানো পানি) একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করতে পারেন।
৫) চুল ময়েশ্চারাইজ করতে মেহেদি ও টক দইয়ের প্যাক ব্যবহার করুন
চুলের পরিচর্যার জন্য টক দই, মেহেদি পাতা, মেথি গুঁড়া ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। এটি চুলে ৩০ মিনিটের মত লাগিয়ে শ্যাম্পু করে ফেলতে হবে। টক দই চুলকে ময়েশ্চারাইজ করবে। মেথি গুঁড়া খুশকি দূর করে।
৬) রোদে পোড়া লালচে চুলের জন্য কলা ও আমলকীর প্যাক ব্যবহার করুন
চুলে পাকা কলা, আমলকীর রস, মধু এবং মেথি গুঁড়া একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করে চুলে লাগাতে পারেন। এটি একই সঙ্গে চুল নরম করবে এবং রোদে পুড়ে লালচে হয়ে যাওয়া থেকে বাঁচাবে।
৬) হেয়ার ড্রায়ারে চুল শুকাবেন না। চুলের আগা ফেটে যায়।
৭)গরমে চুলে যত্ন নিতে রোদে বাইরে বের হলে অবশ্যই ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন। এতে চুল কড়া রোদ ও অতিরিক্ত ধূলোবালি থেকে রক্ষা পাবে।